চাঁদপুরে লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধন

দপুর সরকারি জেনারেল হাসপাতালে বহুল প্রতিক্ষিত লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে।

৪ আগস্ট বুধবার দুপুর সাড়র ১২ টায় অনলাইনে ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এই অক্সিজেন প্লান্টের ধারণক্ষমতা সাড়ে আট হাজার লিটার তরল অক্সিজেন। যা অক্সিজেনে রূপান্তর হয়ে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারে দাঁড়াবে। ইতমধ্যেই এ প্লান্টের ট্যাঙ্কিতে সাড়ে তিন হাজার লিটার অক্সিজেন ঢােকানাে হয়েছে। বাকি পরিমাণ অক্সিজেনও চলে আসবে সহসা। এই অক্সিজেন প্লান্ট থেকে হাসপাতালের করোনা ওয়ার্ডের বেডে ১৫০টি আউট লাইন সংযােগ দেয়া হয়েছে। এতে প্লান্ট থেকে সরাসরি অক্সিজেন সরবরাহ হবে।

এ সময় শোকের মাসে শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, চাঁদপুর সদর হাসপাতালে অক্সিজেনের সর্বোচ্চ সাপোর্ট দেয়া হবে। সে ব্যবস্থা রোগীদের জন্য করা হয়েছে। এটি বাড়ি বাড়ি গিয়ে দেয়া যাবে না। কেননা, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। তবে উপজেলা কমপ্লেক্সের হাসপাতালগুলোতে অক্সিজেন দেয়ার ব্যাপারেও প্রস্তুতি চলছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, অক্সিজেনের জন্য হয়তো যেই ৫০টি মিটার সদর হাসপাতালে রয়েছে তা পর্যাপ্ত নয়। তাই আগামী ৪/৫দিনের মধ্যেই আরও ১শ’ মিটার সরবরাহ করা হবে। তার জন্যও সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি এতে চাঁদপুরবাসীর অক্সিজেন সঙ্কট হবে না।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল, আবাসিক সার্জন ডাক্তার মাহমুদুন্নবী মাসুম, শিক্ষামন্ত্রীর চাঁদপুর প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. দিদারুল আলম প্রমুখ।

চাঁদপুরের করোনা পরিস্থিতি ও স্বাস্থ্য বিভাগ নিয়ে আলোচনা শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি আনুষ্ঠানিকভাবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে স্থাপনকৃত লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধন ঘোষণা করেন।

নিজস্ব প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *