স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি হত্যা মামলার আসামি লিমন খানকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
শুক্রবার (১৮ মার্চ) তাকে পুলিশ চাঁদপুর আদালতে প্রেরণ করে। এর আগে বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে এসআই রমিজ উদ্দিন, আবু বকরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার রাঢ়ীকান্দি নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করেন। লিমন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
উল্লেখ্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি ২০১৮ সালের ৪ জুন সোমবার রাতে চাঁদপুর শহরে তার নিজ বাসায় নৃশংসভাবে খুন হন।