দুই দিনের সফরে চাঁদপুরে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে তিনি চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জানান জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
পরে মন্ত্রী সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহন করেন। এ সময় পুলিশ সুপার মো. মিলন মাহমুদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, জেলা জজকোর্টের পিপি রনজিত রায় চৌধুরী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহছান উল্লাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন প্রমুখ।
মন্ত্রী এরপর নির্বাচনী এলাকা হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারের বাচ্চু সরকারের বাড়ী, পুরাণ বাংলাবাজার ওসমান প্রধানিয়া বাড়ী ও সৈয়দ মেম্বারের বাড়ীতে উঠান বৈঠক এবং নতুন সাহেবগঞ্জ বাজারের জনসাধারণের সাথে মতবিনিময় করেন।