কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
চাঁদপুরের নদীগুলোতে জাটকা নিধন প্রতিরোধ অভিযান অব্যাহত রয়েছে। যেসব জেলেরা জাটকা ইলিশ ধরছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। এসব অভিযানে অসংখ্য জেলেকে জেল জরিমানাসহ জাল ও নৌকা আটক করা হচ্ছে। কিন্তু তবুও জাটকা নিধন বন্ধ হচ্ছে না। জেলেদের সূত্রে জানা যায়, নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এর মধ্যে ছোট ইলিশের সংখ্যাই বেশি।
জেলেরা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক নদীতে জাল ফেলতেই জাটকা উঠে আসছে। তবে একেবারে জাটকা ধরার উদ্দেশ্যেই যদি নদীতে যাওয়া হয় তাহলে তা প্রতিরোধ করাই বাঞ্চনীয়। তবে অসময়ে এতো জাটকা কেন ধরা পড়ছে তা বিশেষজ্ঞদের অবশ্যই খতিয়ে দেখতে হবে।
তবে পেশাদার জেলেরা বলছে, নদীতে মাছ ধরলে জাটকা উঠবেই। এতে কিছু করার নেই তাদের। তবে বাজারে যে পরিমান জাটকা বেচা বিক্রি দেখা যায় তাতে মনে হচ্ছে নদীতে প্রচুর পরিমান জাটকা নিধন হচ্ছে।
আমরা মনেকরি জাটকা নিধন বন্ধে জেলেদের জাল নির্ধারণ করে দেওয়া উচিৎ। যেসব জাল দিয়ে জাটকা ধরা যায় অর্থাৎ ছোট ইলিশ যে জালে আটকা পড়ে সেইসব জালগুলো নিষিদ্ধ করা। শুধুমাত্র বড়ো ইলিশ ধরার জাল ছাড়া অন্য জাল ব্যবহার করা নিষিদ্ধ করতে পারলে হয়তো এই জাটকা নিধন বন্ধ করা যাবে।
তবে এই বিষয়ে জেলেদের মধ্যে কতটা নেতিবাঁচক প্রভাব পড়বে তাও যথেষ্টভাবে খতিয়ে দেখার অবকাশ রয়েছে।