চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখা।
বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মূখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউর অ্যাড. রনজিৎ রায় চৌধুরীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. স্যাইয়েদুল ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবদুল্লাহ আল মামুন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. শেখ জহিরুল ইসলাম, অ্যাড. আবদুর রহমান, অ্যাড. রোমানা আফরোজ, অ্যাড. হুমায়ুন কবির সুমন।

মানববন্ধনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখা নেতৃবৃন্দসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ডা. দীপু মনি চাঁদপুরবাসীর গর্ব। চাঁদপুরের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। কেউ যদি দূর্নীতি করে তাহলে তার বিচার অবশ্যই হওয়া উচিত। তবে যার কোন জায়গা নেই, তার নামে না বুঝে মিথ্যাচার করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *