স্টাফ রিপোটার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিকাল ৫টায় চাঁদপুরের পুরান বাজার কলেজ পরিদর্শন করেন। সাথে ছিলেন তাঁর সহধর্মিনী আরিফা জেসমিন কনিকা এবং ছোট্ট ছেলে অনির্বাণ।
তিনি কলেজের ৭ মার্চ চত্বর, অনির্বাণ উত্তরাধিকার কলেজের কামিজ শেখ রাসেল ডিজিটাল ল্যাব, অধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের রুম ঘুরে দেখেন।তিনি কলেজ ক্যাম্পাসের মাঠে বকুলতলা এবং বটতলায় বসে কিছুটা সময় সপরিবারে ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করেন।