আজ থেকে খুলছে দেশের পর্যটন কেন্দ্র

করোনা সংক্রমণের কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর সীমিতভাবে ১৯ আগস্ট থেকে খুলছে দেশের সব পর্যটন কেন্দ্র। দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটন কেন্দ্র খোলায় সার্বিক প্রস্তুতি নিচ্ছেন হোটেল মোটেলসহ পর্যটন ব্যবসায়ীরা। এতে ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন যেমন বুনছে মালিকপক্ষ, তেমনি হোটেল-মোটেলের কর্মচারী ও গাড়িচালকদের আয়ের পথ সুগম হচ্ছে।

তবে পর্যটন কেন্দ্রে আসা পর্যটকদের মানতে হবে বিধিবদ্ধ স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়া কেউ পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

ট্যুরিস্ট স্পটের ব্যবস্থাপনার দায়িত্ব যারা রয়েছেন, তাদের পর্যটক স্বাস্থ্যবিধি পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলে-মোটেলগুলোতেও একই নির্দেশনা রয়েছে। তবে পর্যটনের কারণে করোনা সংক্রমণ বাড়লে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর, পাহাড়, ঝিরি, ঝরনা, অরণ্যেও সবুজ জনপদ । করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ সব পর্যটন কেন্দ্র। এতে জেলার পর্যটন খাতে প্রায় ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বেকার হয়েছে অন্তত ১০ হাজার মানুষ।
পর্যটন কেন্দ্র খোলায় সার্বিক প্রস্তুতি নিচ্ছেন হোটেল-মোটেল ব্যবসায়ীরা। তবে আগত পর্যটকদের মানতে হবে স্বাস্থ্যবিধি। মাস্ক পরিধান ছাড়া পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না, পর্যটন কেন্দ্রগুলোর প্রবেশমুখে থাকবে হ্যান্ড স্যানিটাইজার। সাবান দিয়ে পর্যটকদের হাত জীবাণুমুক্ত করতে হবে। শারীরিক অসুস্থ অবস্থায় পর্যটন কেন্দ্রে ভ্রমণ করা যাবে না। এ ছাড়া হোটেলের কক্ষে পর্যটকদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।

খাগড়াছড়ি পর্যটন মোটেলের ইউনিট ব্যবস্থাপক এ কে এম রফিকুল ইসলাম বলেন, জেলায় পাঁচ মাস পর্যটন কেন্দ্র বন্ধ থাকার সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ১৯ আগস্ট থেকে পর্যটন কেন্দ্র খুলবে। পর্যটকদের বরণে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। তবে আগত পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক ছাড়া কোনো পর্যটক কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এ ছাড়া হোটেলের কক্ষে পর্যটকদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।

সময় ডেস্ক, ১৯ আগস্ট ২০২১;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *