স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামিকাল সোমবার সারা দেশে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি রাজশাহী সিটি করপোরেশন এলাকা ও গাজীপুরের কাপাসিয়ায় মডেল মসজিদে সরাসরি যুক্ত হবেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এ ছাড়া থাকবে হজে গমনে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা,ইমাম প্রশিক্ষণ কেন্দ্র,গবেষণাকেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি,অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা,গাড়ি পার্কিং সুবিধা,হিফজখানা,প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক সম্মেলন কক্ষ।
ইসলামি দাওয়াত,ইসলামিক বই বিক্রয় কেন্দ্র,মসজিদের সঙ্গে দেশি-বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধাও থাকবে।
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে এড়ড়মষব ঘবংি ফিডটি অনুসরণ করুন
এর আগে ২০২১ সালের ১০ জুন সারা দেশে একযোগে ৫৬৪টির মধ্যে ৫০টি মডেল মসজিদের প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।