মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের জামালপুর গ্রামের শানজিদা আক্তার নামে এক কিশোরী (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত শানজিদা আক্তার জামালপুর গ্রামের মোহাম্মদ হোসেন বেপারীর মেয়ে।
১৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ৩টার দিকে সবার অনুপস্থিতিতে বাড়ীর বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
স্টাফ রিপোর্টার