আমির খানের বহুচর্চিত ছবি ‘লাল সিং চাড্ডা’এখনো মুক্তি পায়নি। কিন্তু তারই মাঝে তাঁর আগামী ছবির কথা উঠে এলো। এমনকি আমিরের এই ছবির নায়িকা কে, তা নিয়েও জোর গুঞ্জন এই মুহূর্তে বিটাউনে।
‘পিকে’ ছবিতে আমির আর আনুশকা শর্মার জুটি সবাই দারুণ পছন্দ করেছিল। আবার এই জুটি নাকি রুপালি পর্দায় আসতে চলেছে। গত সোমবার আমিরের ৫৭তম জন্মদিনে তাঁর আগামী প্রকল্পের কথা উঠে আসে। সংবাদ সম্মেলনে স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিয়ন্স’র হিন্দি রিমেকের প্রসঙ্গে আমির বলেন, ‘এ ব্যাপারে এখনো কথাবার্তা চলছে। খুব শিগগিরই এ ব্যাপারে আপনাদের জানাব।’
এখন শেষ খবর অনুযায়ী, ছবিটি পরিচালনা করতে চলেছেন আরএস প্রসন্না। তিনি এর আগে ‘শুভ মঙ্গল সাবধান’র মতো ছবি পরিচালনা করেছেন। জানা গেছে, আগামী বছর শুরুর দিকে এই রিমেক ছবির শুটিং শুরু হবে। এদিকে আবার খবর যে ছবির নির্মাতারা আমিরের বিপরীতে আনুশকা শর্মাকে নিতে চাইছেন। আর এ ব্যাপারে তাঁরা আনুশকার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জোর গুজব।
আনুশকা ব্যস্ত তাঁর আগামী ছবি ‘চাকদহ এক্সপ্রেস’ নিয়ে। ছবিটি ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের ওপর নির্মিত হতে চলেছে। ছবিতে ঝুলনের ভূমিকায় দেখা যাবে আনুশকাকে। এদিকে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ১১ আগস্ট মুক্তি পাবে। এই ছবিতে আমিরের বিপরীতে আছেন কারিনা কাপুর খান।