বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ : চাঁদপুরের ৫০ হাজার নেতাকর্মী সেদিন কুমিল্লার মাটিকে প্রকম্পিত করবে

স্টাফ রিপোর্টার

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল সোমবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম।

তিনি বলেন, গতবছর এই অনুষ্ঠানে আমি বিস্তারি ভাবে বুঝিয়ে বলেছিলাম শেখ মুজিব ৭৮ টি জায়গায় জিয়াউর রহমানের কাছে ব্যর্থ। আজকে আবার শেখ হাসিনা ব্যর্থ হয়েছে। আজকে সারা দেশে তারেক রহমানের

নেতৃত্বে উত্তাল তরঙ্গ শুরু হয়েছে। আগামী ২৬ তারিখে কুমিল্লায় সেই উত্তাল দেখা দিবে। আমরা প্রতিটি মানুষকে জানিয়ে দিতে চাই যেভাবেই হোক আমরা কুমিল্লায় যাবো। প্রয়োজনে আমরা রক্ত দিবো। চাঁদপুরের

৫০ হাজার নেতাকর্মী সেদিন কুমিল্লার মাটিকে প্রকম্পিত করবে।

শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সেলিমউস সালাম, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মীর আনোয়ার

হোসেন বাচ্চু, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য

সচিব ইব্রাহিম কাজী জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা মৎসজীবিন দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী প্রমূখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *