প্রেস বিজ্ঞপ্তি
স্বেচ্ছাসেবক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার সকল ইউনিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পরামর্শক্রমে এবং ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার সকল ইউনিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০ সেপ্টেম্বর হতে সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
অতি দ্রুত কর্মীসভার মাধ্যমে তৃণমূলের নেতা-কর্মীদের ও সাংগঠনিক টিমের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হবে। তথ্য ফরম সংগ্রহ করার জন্য সকল ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আক্তার হোসেন ওসদস্য সচিব মোঃ ফারুক হোসেন সংবাদপত্রে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।