দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ গ্রহণ করায় নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মোল্লা কামরুলকে বহিষ্কার করেছেন উপজেলা আওয়ামীলীগ।
শুক্রবার (১২ নভেম্বর) উপজেলা আওয়ামীলীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান ও সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বহিস্কার করা হয় ।
দলীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক এবং দলটির গঠনতন্ত্র ৪৭ ধারার (ঠ) উপধারা মোতাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।
মতলব প্রতিনিধি