কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে। মৎস্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে। জাটকা বলতে তিন থেকে চার ইঞ্চির পোনা। এই পোনা কতটা খাওয়ার উপযুগি তা ভেবে দেখা দরকারা। যার এসব পোনা নিধন করে চলেছেন তাদের বিবেককে প্রশ্ন করা উচিৎ। তারা দেশের কতটা ক্ষতি করছেন। এসব মাছ কারা খাচ্ছে তাদেরও বিবেক বিবেচনা করা জরুরী।
সম্প্রতি যে হারে জেলে আটক হচ্ছে তাতে মনে হচ্ছে জাটকা বড়ো ইলিশের মতো খুব দামী একটি মাছ। অথচ এসব জাটকা পোনা খুব সস্তা মূল্যে বিক্রি করছে জেলেরা। আমরা জানি ঐ দামে জেলেদের তেমন কোন লাভ হয় না। তবুও তারা কেন এসব পোনা নিধনে ব্যস্ত হয়ে পড়েছেন তা ভেবে দেখা দরকার। জেলেদেরকে এ ব্যাপারে আরো সংযত এবং সদয় হওয়া জরুরী। কারণ এসব পোনা বড়ো হলে তারাই ধরবে এবং অধিক লাভবান হবেন। তাই ইলিশের ছোট ছোট পোনা নিধন থেকে বিরত থাকার জন্য সকল জেলে ও সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ীদের প্রতি আহবান জানাচ্ছি।