চাঁদপুর বাগাদীতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে ‘৩৩৩’ নাম্বারে ফোন করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ। ‘৩৩৩’ নাম্বরে আবেদন করা অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে গতকাল ২২ আগস্ট ‘৩৩৩’ ফোন করা চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের বিভিন্ন বাড়িতে গিয়ে অসহায় দুস্থ ও কর্মহীন ১০টি পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী (১০কেজি চাল, ২কেজি আলু, ২কেজি পেয়াজ, ১কেজি লবন, ১কেজি ডাল ও ১লিটার তেল) বিতরণ করা হয়েছে।

এছাড়াও উপজেলা পরিষদ রাজস্ব তহবিলের অর্থায়নে নির্মিত বাগাদী ইউনিয়নে ৪টি বসতঘর এবং চাঁদপুর জেলা এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন হতে নবনির্মিত ২টি ঘর পরিদর্শন করে বসবাসরত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়
রোববার দুপুরে বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন হিরু, ইউপি সচিব মহিবুল আহসান, ইউপি সদস্যবৃন্দ ।

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া অসহায় পরিবার গুলো হলে, বাগাদী ইউনিয়নের ভুলু বেগম, সুমন মিজি, ফারুক, রাসেল, রেহেনা, বেলায়েত, মহসিন, খোকন, দুলাল ও বিউটি।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *