কচুয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই : ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কচুয়া উপজেলার তালতলী গ্রামে সোমবার মধ্য রাতে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে। এতে মালামালসহ প্রায় ২৫লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।
পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ দোকান গুলো হলো, ডা. আবুল বাসার ওষুধের দোকান,আব্দুল আউয়াল হোসেনের মুদি ও গোডাউন,নিখিল চন্দ্রের সেুলন এবং জাহাঙ্গীর আলমের চায়ের দোকান। তন্মেধ্যে আব্দুল আউয়াল ও আবুল বাসার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে স্থানীয়রা জানান।
ক্ষতিগ্রস্থ দোকানিরা জানান, সোমবার রাত ৩টার দিকে তালতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের লেলিহান চারিদেক ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘন্টব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ওই মার্কেটের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ২৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও তারা জানান। তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। এদিকে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা তাদের পুজিঁ হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে। পূনরায় মাথা গোছার দাড়াতে প্রশাসন,জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তারা।

কচুয়া প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *