কচুয়ায় ব্যবসায়ী হত্যা মামলার দ্বিতীয় আসামি আটক

কচুয়া প্রতিনিধি কচুয়া বাজারের বিকাশ ব্যবসায়ী আবুল বাসার হত্যা মামলার দ্বিতীয় আসামী কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কড়ইয়া গ্রামের বকতিয়ার গাজী বাড়ির বাবুল মিয়ার ছেলে আঃ কাদের (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন এবং তাকে পুলিশের কড়া পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য ব্যবসায়ী আবুল বাসার (২ এপ্রিল) দুপুরে খাবারের কথা বলে বাহিরে গেলে আর দোকানে ফিরে আসে নাই। পরদিন (৩ এপ্রিল) পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলা থেকে তার জবাই করা মৃতদেহ উদ্ধার করেছিলো পুলিশ ।

পরে তার মৃত্যৃর রহশ্য উদঘাটনে পুলিশের তদন্তে বেরিয়ে আশে কচুয়া বাইপাস সড়কে মুসা নামে এক মাছের আড়ৎ ব্যবসায়ীর নিকট আবুল বাসার টাকা পাওয়া লেনদেন নিয়ে মুসা ও তার সহযোগিরা বাসারকে হত্যা করে এবং (৪ এপ্রিল) মুসাকে কুমিল্লা থেকে গ্রেফতার করার পর আদালতে সোপর্দ করলে ১৬৪ ধারায় জবান বন্দিতে হত্যার দায় স্বিকার করে। বর্তমানে হত্যার এই মুল দুই হোতা জেল হাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *