চাঁদপুরে আরো ৫৯ জনের করোনা শনাক্ত

চাঁদপুর জেলায় নতুন করে একদিনে আরও ৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত সোমবার শনাক্ত সংখ্যা ছিলো ৫৭ জন। নতুন ৫৯ জনসহ জেলায় করোনা শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১শ’ ৭৭জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২শ’ ২৫জন। নতুন করে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২জন এবং সুস্থ হয়েছেন ১৫৩ জন।

মঙ্গলবার (২৪ আগস্ট) দিনগত রাত পৌনে ১২ টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের কোভিড আপডেট দৈনিক প্রতিবেদন সূত্রে জানাগেছে, আরটি-পিসিআর ও রেপিড অ্যান্টিজেন টেস্টসহ ৩১৯ জনের নুমনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ ৫৯ জন এবং নেগেটিভ ২৬০জন।

করোনা শনাক্ত হওয়া নতুন ৫৯ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৮ জন, ফরিদগঞ্জে ৫, হাজীগঞ্জে ৮, মতলব উত্তরে ১৩, মতলব দক্ষিণে ১, শাহরাস্তিতে ৯, কচুয়ায় ৩ ও হাইমচরে ২ জন।

এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রিপোর্ট ১৪ হাজার ১শ’ ৭৭টি, নেগেটিভ রিপোর্ট ৪২ হাজার ১শ’ ৫৪টি। মোট রোগীর সংখ্যা ১৪ হাজার ১শ’ ৯৬জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫ হাজার ৯শ’ ৬৪ জন, হাইম রে ৮শ’ ৯জন, মতলব উত্তরে ৮শ’ ৫৩, মতলব দক্ষিণে ১হাজার ২শ’ ৩০, ফরিদগঞ্জে ১হাজার ৫শ’ ৫৫, হাজীগঞ্জে ১হাজার ৪শ’ ৫০, কচুয়ায় ৭শ’ ৬৯ ও শাহরাস্তিতে ১হাজার ৫শ’ ৬৬জন।

এছাড়াও ঢাকা হতে আগত ৪ জন, লক্ষ্মীপুর থেকে আগত ২জন, মতলব দক্ষিন আইসিডিডিআরবি হতে প্রাপ্ত ৩০জন, কুমিল্লা মেডিকেল কলেজ হতে প্রাপ্ত ১জন ও নারায়ণগঞ্জ থেকে আগত ১জন।

জেলায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১২হাজার ৫শ’ ৩৫জন। মঙ্গলবার সুস্থ হয়েছেন ১৫৩ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৬৪, হাইমচরে ১, ফরিদগঞ্জে ১৪, হাজীগঞ্জে ২৯, মতলব উত্তরে ৬, মতলব দক্ষিণে ১৯, কচুয়ায় ১৬ ও শাহরাস্তিতে ৪জন।

জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২২৫জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৮৬জন, হাইমচরে ৭, মতলব উত্তরে ১৪, মতলব দক্ষিণে ১৬, ফরিদগঞ্জে ৩৪, হাজীগঞ্জে ২৬, কচুয়ায় ১৩ ও শাহরাস্তিতে ২৯জন।

স্টাফ রিপোর্টার, ২৬ আগস্ট ২০২১;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *