হাইমচরে মাহবুবুর রহমান শাহিনের বিভিন্ন কর্মসূচীতে অংগ্রহণ

হাইমচর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মাষ্টারের কবর জিয়ারত, হাসপাতাল জামে মসজিদে মিলাদ ও দোয়া আয়োজন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহিন। বিএনপির করোনা হেল্ফ সেল এর নির্দেশনায় মাহবুবুর রহমান শাহিনের নিজ উদ্যোগ করোনা সুরক্ষা সামগ্রী ঔষধ, অক্সিজেন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়

২৮ আগস্ট (শনিবার) বিকেলে হাইমচর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মাষ্টারের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করে এবং তাদেরকে সান্তনা দেন মাহবুবুর রহমান শাহিন। পরে বাদ আসর হাইমচর সরকারি হাসপাতাল জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা মসজিদের খতিব করেন মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ।

দোয়া ও মিলাদ পূর্বে মাহবুবুর রহমান শাহিন তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মাষ্টার ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। তিনি সুখে দুঃখে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ তিনি আমাদের মাঝে নেই।

এসময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আঃ জলিল মাষ্টার, বিএনপি’র সহ-সভাপতি ইসহাক খোকন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ রহমান কবিরাজ মোঃ বিল্লাল হোসেন আখন, বিএনপি’র নেতা আলী আহম্মদ হাওলাদার, মরহুম হাবিব উল্লাহ চৌকদার, বিএনপি নেতা কেন্দ্রীয় নাগরিক দলের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মোঃ জুয়েল, জেলা যুবদলের সহ সভাপতি শাহানুর বেপারী শানু, কাজী সোহেল, জেলা যুবদলের বন ও পরিবেশ সম্পাদক ওসমান হোসেন জনি, জেলা যুবদল নেতা আবু আহমেদ, জাহাঙ্গীর প্রধানিয়া, আলমগীর, মজিব, হিরন, গণকবরস্থান ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এ বি.এম. ছিদ্দিক (বাচ্ছু) আবু তাহের পাটওয়ারী, ১ নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন গাজী, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, আজিজ পাটওয়ারী, নাছির সরদার, হাইমচর সাবেক ছাত্র নেতা সরদার নূরে আলম (জিকু), মহিলা দলের সাধারন সম্পাদক ফাতেমা বেগম, উপজেলা যুবদল নেতা, আল আমিন রনি, উপজেলা ছাত্রদল, আল-আমিন, জাকির সরদার। বিশিষ্ট সমাজ সেবক মাহবুবুর রহমান শাহীনের সহধর্মিনী শাজিয়া শাহীন, চাঁদপুর পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক, শাহনুর বেপারী, জেলা যুবদলের সিনিয়র সদস্য দেওয়ান মোঃ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহেল, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সস্পাদক ওসমান গনি, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ মোল্লা, কৃষি বিষয়ক সস্পাদক জাহাঙ্গীর প্রধানীয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর মাল, যুবদল নেতা আনোয়ার গাজী, সাইফুল, শহর যুবদল নেতা মোঃ হুুমায়ূন বেপারী, বিএনপির নেতা মফিক বেপারী,আলী আহমেদ সরকার, হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ নেছার সিকদার, রাজু, শামিমসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *