মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ
চাঁদপুর জেলা ফরিদগন্জ উপজেলার পৌরসভাধীন চরকুমিরা নিবাসী হাজী মোঃ নূরু ইসলাম ( মেন্বার) রাড়ির ২য় পুত্র, ফরিদগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক এজিএস, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা যাত্রাবাড়ি কাজলার ব্যাবসায়ী মোঃ নজরুল ইসলাম স্বপন, ১৮ মার্চ শনিবার ভোর ৬ টায় হঠাৎ হৃদক্রীয়া বন্ধ হয়ে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ও ইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৬ বছর। মৃত্যুকালে তিনি ২ কন্যা ১ পুত্র সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজার নামাজ গতকাল বিকাল ৫ টায় ভাটিয়ালপুর চৌরাস্তায় অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সরকার, ফরিদগঞ্জ উপজেলার সাবেক পৌর মেয়র ও ফরিদগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের নাছির পাটওয়ারী, পৌর যুবদলের পেয়ার আহমেদ, মরহুম নজরুল ইসলাম স্বপন এর বড় ভাই সেলিম রাড়ী প্রমূখ।
এ সময় গভীর শোক প্রকাশ করেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এমএ হান্নান, সাবেক এমপি লায়ন হারুন রশীদ এবং রাজনৈতি, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীরা নজরুল ইসলাম স্বপনের, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় গুণা-গুণ তুলে ধরে সৃতিচারণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। আমরা মরহুমের বিদায়ী আন্তার মাগফিরাত কামনা করি। পরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।