কচুয়ায় রুপা আক্তার (২২) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ডের কড়ইয়া জহিরুল ভিলা থেকে ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি ব্রাহ্মনবাড়ির নাসিরনগর উপজেলার ধলমন্ডল গ্রামে।
নিহতের বড় বোন রেহেনা আক্তার জানান, রুপা ও তার বাবা ওই ভিলাতে ভাড়া থাকেন। রুপা বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনীতে অধ্যয়নরত। শনিবার সন্ধ্যার দিকে বাবা কাজের জন্য গ্যারেজে যায় এবং আমি কাজের উদ্দেশ্যে বের হই। আমার মেয়ে মাদ্রাসা পরীক্ষা দিয়ে বাসায় এসে রুপাকে ডাকাডাকি করে। এক পর্যায়ে দরজা না খুললে আমাদের খবর দেয়। পরে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা দেখতে পাই তাকে।
পরে স্থানীয়রা কচুয়া থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কচুয়া প্রতিনিধি