কুদ্দুস বয়াতির মা আর নেই

দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতির শতবর্ষী মা আমেনা খাতুন মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি মারা যান। বার্ধক্যের কারণে তাঁর মৃত্যু হয়েছে। কুদ্দুস বয়াতি প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেন। সন্ধ্যা সাড়ে সাতটায় জানাজার পর পারিবারিক কবরস্থানে মাকে দাফন করেছেন বলে জানান কুদ্দুস বয়াতি।
আমেনা খাতুনের বয়স ১০০ বছরের বেশি বলে জানান কুদ্দুস বয়াতি। তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে আমার মা অসুস্থ ছিলেন। দীর্ঘদিন বিছানায় পড়ে ছিলেন। হাঁটতে পারতেন না। গত ছয় মাস ধরে একেবারে অচলাবস্থা ছিল।’ তিনি আরও বলেন, ‘হাসপাতালে নিয়েও মায়ের চিকিৎসা করিয়েছি। কিন্তু আজ দুপুরে মা ইন্তেকাল করেছেন।’

কুদ্দুস বয়াতির বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে। সেখানে নিজ বাড়িতে আমেনা খাতুনের জানাজা হয়। আমেনা খাতুনের বড় সন্তান কুদ্দুস বয়াতি। তাঁরা চার ভাই ও চার বোনের পরিবার।

কুদ্দুস বয়াতির মা আর নেই

১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘এই দিন দিন না আরও দিন আছে’ শিরোনামে একটি গানের মাধ্যমে পরিচিতি পান কুদ্দুস বয়াতি।

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গানটি গেয়েছিলেন তিনি। এরপর আর পিছে তাকাতে হয়নি কুদ্দুস বয়াতিকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়েও দেশবাসীকে সচেতন করতে কাজ করেছেন কুদ্দুস বয়াতি। ‘জাইনা চলেন, মাইনা চলেন’ শিরোনামে গাওয়া গানের মাধ্যমে জনগণকে সচেতন করতে কাজ করছেন তিনি।
১৯৪৯ সালে জন্ম নেওয়া কুদ্দুস বয়াতি গ্রামগঞ্জে মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা, হাতেম তাইসহ অনেক ধরনের পালাগানের মাধ্যমে আসর মাতান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *