কুমিল্লায় মহাসমাবেশ সফল করতে চাঁদপুর জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার কুমিল্লায় মহাসমাবেশ সফল করতে চাঁদপুর জেলা বিএনপির প্রস্তুতি গ্রহণ করেছে। কুমিল্লায় বিএনপির সমাবেশে আগেভাগেই যেতে শুরু করেছেন চাঁদপুরের নেতাকর্মীরা। চাঁদপুর থেকে অন্তত ৩০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যা সেলিম।

গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সলিম উল্যা সেলিম বলেন, ‘চাঁদপুরের আট উপজেলায় পাঁচটি সংসদীয় আসন। আসনভিত্তিক চিন্তা করলেও অন্তত ২৫-৩০ হাজার লোক যাবেন কুমিল্লার সমাবেশে। আসন ভিত্তিক প্রস্তুতি আছে আমাদের। সবাই জেলা বিএনপির নেতৃত্বে সমাবেশে অংশগ্রহণ করবেন।’

তিনি বলেন, ‘চাঁদপুর থেকে যারা যাবেন তাদের জন্য কুমিল্লা সিটির ২১ নম্বর ওয়ার্ডে কয়েকটি ক্যাম্প করা হয়েছে। যে যখন যাবেন ক্যাম্পে থাকবেন। সেখানে আমরা থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি। ইতোমধ্যে কয়েক হাজার নেতাকর্মী চলে গেছেন। জনসভার দিন আমরা একযোগে চাঁদপুর জেলা বিএনপির ব্যানার নিয়ে সমাবেশস্থলে যোগ দেবো।’

এদিকে, সমাবেশ ঘিরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাসসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ভাঙচুর ও নিরাপত্তার স্বার্থে কোনও কোনও বাস মালিক গাড়ি চলাচল বন্ধ রাখতে পারেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, আগামী শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় বিএনপির সমাবেশ। এই সমাবেশে সবচেয়ে বড় জনসমাগমের ঘোষণা দিয়েছে দলটি। সমাবেশ সফল করতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে কয়েক দিন ধরে একাধিক প্রস্তুতি সভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চালিয়েছেন প্রচারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *