ক্রীড়া সংস্কৃতিসহ প্রতিটি বিভাগে নিজেদের সেরা হতে হবে

ফরিদগঞ্জ প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার বিকালে কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদের আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে চলেছেন। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীদের অললাউণ্ডার হতে হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই শিক্ষার ব্যবস্থায় পরিবর্তন এনেছেন। তাই প্রতিটি শিক্ষার্থীদের শুধু লেখাপড়ায় মেধাবী হলে হলে চলবে না, ক্রীড়া সংস্কৃতিসহ প্রতিটি বিভাগে নিজেদের সেরা হতে হবে।
তিনি বলেন, বছরের একটি দিনে খেলাধূলা সীমাবদ্ধ রাখলে হবে না, ক্রীড়া শিক্ষক না থাকলে প্রয়োজনে ক্রীড়া শিক্ষক নিয়োগ করে সারা বছর ধরে লেখাপড়ার সাথে সাথে সাহিত্য সাংষ্কৃতিক, ও ক্রীড়া এবং ধর্মীয় আচার আচরণ অব্যাহত রাখতে হবে।
তিরি আরো বলেন, আজকে সাকিব , মাশরাফিরা দেশকে সারাবিশে^র সাথে পরিচয় করে দিচ্ছে। আজ আমাদের মেয়েরা সাফ ফুটবল জয়ী। ক্ষুদে খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম নিয়ে আসছে। তাই লেখাপড়ার সাথে ক্রীড়াকেও এগিয়ে নিতে হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজওয়ানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোহাম্মদ আলী, কালির বাজার কলেজ এর অধ্যক্ষ হাফিজ আল মামুন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
আলোচনা শেষে মেধাবী শির্ক্ষাথীদের সংবর্ধনা প্রদান ছাড়াও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *