ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৫ আগস্ট) সকালে কলেজের উপাধ্যক্ষ মুনীর চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আজকের এই দিনে আমরা জাতির পিতাকে হারিয়ে যে ক্ষতির সম্মুখীন হয়েছি তা আমাদের সারাজীবনে পূরণ হবে না। শোকের মাস এলে আকাশ-বাতাস সবকিছুই যেন নিরব হয়ে যায়। সকালের দু ফোঁটা বৃষ্টি আমাদের হয়ে নীরব কান্না করছে। শোকে আমরা মুহ্যমান না হয়ে একে শক্তিতে পরিণত করতে হবে।

ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক পরেশ চন্দ্র দাসের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রহমান রানা, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, উপজেলা সদস্য ইকবাল মিয়াজী, ১৬ নং ইউপি চেয়ারম্যান ইসকান্দার মিয়া, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমুর বেগম, উপজেলা কৃষক লীগ সভাপতি আবদুস সাত্তার পাটওয়ারী, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক হাজী সফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছার উল আলম কামরুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহব্বু আলম সোহাগ, সাবেক সভাপতি দেলোয়ার মোল্লা, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সুজন এবং যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুস সামাদ মিন্টু পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক জসিম পাটওয়ারী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মান্নান, সহ সভাপতি এমরান হোসেন মিলন, সাবেক সহ সভাপতি ও পৌর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ রসু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম পাটওয়ারী, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল, উপজেলা যুবলীগ সদস্য রুহুল আমিন রুবেল, জহিরুল ইসলাম, আবুল কাশেম আজাদ, সাব্বির ছৈয়াল, উপজেলা কৃষক লীগের সহসভাপতি জহির হোসেন মিজিসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ প্রতিনিধি,১৮ আগস্ট ২০২১;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *