খেলাকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল হার জীত চিরদিন থাকবে। তাই বলে হার জীত নিয়ে সহিংসতা কিছুতেই কাম্য নয়। বিশেষ করে ফুটবল খেলাকে কেন্দ্র করে অধিক উন্মদনা সৃষ্টি হওয়া বাঞ্চনীয় নয়। সকলের উচিত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। বাংলাদেশ ফুটবল বিশ^কাপে নেই। কিন্তু বাঙ্গালীর হৃদয় জুড়ে যে ফুটবল রয়েছে তা এবারও ফুটে উঠেছে। এই উন্মদনা আমাদের দেশের কর্তাব্যক্তিরা দেখে না। দেখলে হয়তো বিশ^কাপে খেলার মতো দল গঠন করতো। কিন্তু আমরা দেখেছি এখনো ফুটবলকে নিয়ে তেমন ভাবনা নেই কারো কাছে। সবাই নিজস্ব জায়গা তৈরীতেই ব্যস্ত। আমরা মনেরকরি চাঁদপুরের মানুষের মধ্যে ফুটবলের প্রতি যেই দরদ দেখাচ্ছে সেইভাবে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে বলে মনে হয় না। আমাদের মাঠ রয়েছে কিন্তু নেই যথাপুযুক্ত পদেক্ষেপ।
তবে আজকের খেলা যেন সহিংসতায় রূপ না নেয় সেদিকে সবাই সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *