হাইমচর গাজীপুর ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থীর জয়

স্টাফ রিপোর্টার

হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউপি নির্বাচনে ঘন কুয়াশার মধ্য দিয়ে গতকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে চারটায় ভোট গ্রহণ শেষ হয়। চারদিকে নদী বেষ্টিত দুর্গোম চরে ইউনিয়নটির অবস্থান হওয়ায় প্রতিকূল আবহাওয়া ভোটাররা নানা প্রতিকুলতার মধ্যে মেঘনা নদী পাড়ি দিয়ে ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

১ নং গাজীপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান গাজী কে হারিয়ে সতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ মোটরসাইকেল মার্কা নিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নৌকা ৮৫২ ভোট ও মোটরসাইকেল ৯৯৮ ভোট পান। ১০৭ ভোটের ব্যবধানে শাহাদাত হোসেন সবুজ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর মোটরসাইকেল মার্কার সমর্থকরা শাহাদাত হোসেন সবুজ কে মাথায় নিয়ে বিজয় মিছিল করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত জানিয়েছেন, অবাদ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় প্রস্তিত রয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *