গোপনে শুটিং করছেন বুবলী ও রাজ

এবার ঢাকার চলচ্চিত্রে নতুন জুটি বাঁধলেন শবনম ইয়াসমিন বুবলী ও শরীফুল রাজ। ‘দেয়ালের দেশ’ নামে সরকারি অনুদানের একটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে। গত ২৪ মার্চ ঢাকার লোকেশনে শুটিং শুরু হয়েছে এর। টানা শুটিং চলছে।
অনেকটা গোপনেই শুটিং চলছে ছবিটির। তাই গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথাও বলতে চাননি ছবির শিল্পী ও কলাকুশলীরা। জুটি বেঁধে অভিনয়ের ব্যাপারে যখন শরীফুল রাজের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন অনেকটা অবাকই হয়ে পাল্টা প্রশ্নে এই প্রতিবেদকের কাছে জানতে চান, কীভাবে শুটিংয়ের খবর পেলেন? ছবিটির বিষয়ে বলতে না চাইলেও বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের কথা স্বীকার করেছেন রাজ। বলেন, ‘পরিচালকের ইচ্ছা, শুটিং শেষ করে সবাইকে ছবিটির খবর দেওয়া। আমরা শিল্পীরাও সেভাবেই কাজ করছি।’
বুবলীর সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতার ব্যাপারে এ অভিনেতা বলেন, ‘কাজের ব্যাপারে খুব আন্তরিক মনে হয়েছে বুবলীকে। শান্ত মাথায় কাজ করেন। সহশিল্পীর সঙ্গে বোঝাপড়া করেই কাজ করেন। গত এক সপ্তাহে কাজ করতে এসে সেটাই দেখলাম। দৃশ্য ধারণের আগে আগে দুজন মিলেমিশে সংলাপ নিয়ে আলাপ–আলোচনা করে শট দিচ্ছি। ভালোই হচ্ছে কাজটি।’

তবে দুজনের চরিত্র বেশ জটিল, জানালেন রাজ। বলেন, ‘আমাদের দেশের সিনেমার প্রেক্ষাপটে এ ধরনের চরিত্র করা বেশ কঠিন কাজ। তেমন চরিত্রেই আমি আর বুবলী অভিনয় করছি।’

ছবিটি পরিচালনা করছেন মিশুক মনি। এটি তাঁর প্রথম সিনেমা। এর আগে টুকটাক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। একটি নাটকও পরিচালনা করছেন তিনি। ২০১৯ সালের শেষে কানাডার টরেন্টো ফিল্ম স্কুল থেকে ফিল্ম মেকিংয়ের ওপর দুই বছরের স্নাতকোত্তর শেষ করেছেন। এ ব্যাপারে মিশুক মনি বলেন, ‘কানাডা থেকে ফিরে মিডিয়াতে কিছু কাজ করেছি। এরপর বছরখানেক কোনো কিছু করিনি। সিনেমার প্রস্তুতি নিয়েছি।’

তাঁর কথা, সিনেমা বানানোর আগে পরিচালক হতে চান না। সিনেমা বানানোর পরই পরিচালক হিসেবে তাঁর নামটি সবাই জানুক। এ জন্য অনেকটা গোপনেই শুটিং শুরু করছেন তিনি। বলেন, ‘শুটিং–সংশ্লিষ্ট ছাড়া বাইরের কারও সঙ্গে শেয়ার করিনি। কাজ শেষ হলে একটা সময় গিয়ে সবাইকে বলতে চেয়েছিলাম।’ ছবির গল্প সম্পর্কে একটু ধারণা দিলেন এই নবাগত।

তিনি বলেন, ‘এটি দুই সময়ের গল্পের ছবি। বর্তমান সময়ের একটা ঘটনা নিয়ে গল্প চলতে থাকে। একটা সময় প্রায় সাত বছর আগের একটি ঘটনায় চলে যায় গল্প। এরপর দুই সময়কে ধরেই গল্প প্যারালাল চলে। ব্যাপারটি এমন।’

গোপনে-শুটিং-করছেন-বুবলী-ও-রাজ

বুবলী ও রাজের কাজের ব্যাপারে বলেন, ‘কাজের ব্যাপারে রিয়েলি ডেডিকেটেড তাঁরা। আমার প্রত্যাশা অনুযায়ী তাঁরা কাজ দেওয়া চেষ্টা করে যাচ্ছেন।’ পরিচালক জানালেন, ৩ এপ্রিল পর্যন্ত প্রথম ধাপের শুটিং হবে। ঈদুল ফিতরের পর দ্বিতীয় ধাপে ছবির শুটিং শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *