কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
আমরা মনে করি গ্যাস সংকট থেকে উত্তোরণের পথ খোঁজা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে আরও সতর্ক হওয়া প্রয়োজন। কেননা বর্তমান সঙ্কটের অন্যতম কারণ কারিগরি ত্রুটি। বৈশ্বিক মহামারি করোনার কারণে এমনিতেই মানুষ বিভিন্ন সঙ্কটে রয়েছে। এমতাবস্থায় এ ধরনের সঙ্কট কোনোভাবেই কাম্য নয়। বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান দরকার। শিল্প কারখানায় উৎপাদন কম হলে পণ্য রফতানি সময়মতো করতে না পারলে কারখানাগুলোয় অর্থনৈতিক চাপ বাড়বে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
অনেক বাসাবাড়িতেও গ্যাস সংকটের অভিযোগ দীর্ঘ দিনের। এ ব্যাপারে গ্যাস কর্তৃপক্ষ বরাবরের মতোই থাকেন উদাসীন। চাঁদপুরবাসী এব্যাপারে কারো কাছে অভিযোগও দিতে পারছে না। ফলে সমস্যা সমস্যাই থেকে যায়। এটা কখনোই সামনে আসে না।
দেশের শিল্প খাতের সম্প্রসারণ ঘটছে অনেকটা গ্যাসের ওপর নির্ভর করে। জ্বালানি পণ্যটির টেকসই সরবরাহ নিশ্চিত করতে না পারলে সামনের দিনগুলোয় এ ধরনের বিড়ম্বনা আরও বড় হয়েও দেখা দিতে পারে। আমরা আশা করছি, বর্তমান সঙ্কট উত্তরণে সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।