গ্রেনেড হামলার: চাঁদপুরবাসী ধন্য জননেত্রীকে বাঁচাতে রক্ত দিয়েছেন

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, কুদ্দুস পাটওয়ারীকে স্মরণ করে সম্মান জানানোর জন্য ২য়বার চাঁদপুর এসেছি। আপনারা চাঁদপুরবাসী ধন্য, জননেত্রী শেখ হাসিনা কে বাঁচাতে রক্ত দিয়েছেন। হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহীদ আঃ কুদ্দুস পাটওয়ারীর কবরস্থান সংলগ্নে শোক দিবসে সভায় প্রধান অতিথির বক্ত্য রাখেন তিনি।

জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ্যাড. হেলাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস জুয়েলের পরিচালনায় ২১ আগস্ট শনিবার বাদ আসর হাইমচর আঃ কুদ্দুস পাটওয়ারী স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

নির্মল রঞ্জন গুহ আরো বলেন, মেজর জিয়া নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করলেও রাজাকারদের প্রতিষ্ঠিত করেছেন, বেগম খালেদা জিয়া রাজাকাররদর মন্ত্রী বানিয়েছে। আর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হয়েছে। দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে।
আগস্ট মাস আসলে ষড়যন্ত্র হয়। ৫০০ জায়গায় বোমা মারা হয়। ষড়যন্ত্র হতে নিজেদেরকে রক্ষা করতে হবে। আমাদের নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সকল মতবেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার সরকারকে সহায়তা করবো এই হোক আমাদের শপথ।

বিশেষ অতিথির বক্তব্য রাখন স্বেচ্ছসেবক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি সদস্য নির্মল গোস্বামী, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, আজিমুর রহমান আজিম, যগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ জাকির হোসেন মারুফ, ঢাকা মহানগর (দঃ) স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, হাইমচর উপজেলা উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি শাহজাহান মিয়া, সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ সদস্য হুমায়ুন কবির পাটওয়ারী।

২১ আগস্ট কেন্দ্রীয় নেতাদের হাইমচর আগমন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ পদ প্রত্যাশীদের নেতাদের নেতৃত্বে ব্যাপক কর্মী সমর্থক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, নাজমুল আলম পলাশ, জাকির হোসেন এর নেতৃত্ব কয়েকশ’ মোটর সাইকেল নিয়ে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতাদের শোভাযাত্রা দিয়ে স্বাগত জানান।

সভা শুরুতে শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর সমাধিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সভা শেষ জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষ হত দুস্থ মানুষের মাঝে খাদ্য, বস্ত্র সামগ্রী বিতরন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

হাইমচর প্রতিনিধি, ২১ আগস্ট, ২০২১;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *