স্টাফ রিপোর্টার চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা ডিবির অভিযানে চল্লিশ পিসি ইয়াবা সহ একমাদক কারবারি কে আটক করা হয়েছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি জানায়,
৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের দিক নির্দেশনায় এসআই/মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে ফরিদগঞ্জ থানাধীন ১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের ০৬নং ওয়ার্ড মদনের গাঁও সকিনস্থ চান্দ্রা বাজার কলেজ রোড সংলগ্ন বরকন্দাজ বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন তফাদার (৩০), পিতা-ইদ্রিস তফাদার, মাতা-মৃত মাজেদা বেগম, সাং-মদনের গাঁও, ০৬নং ওয়ার্ড, ১নং বালিথুবা (পশ্চিম ইউপি), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উক্ত মাদক কারবারির বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। বলে জানায় জেলা গোয়েন্দা শাখা ডিবি।