চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে ৭ই ডিসেম্বর মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের ইলিশ প্রকল্পের পরিচালক জিয়া হায়দার চৌধুরী, কুমিল্লা বিভাগীয় মৎস্য বিভাগের উপ-পরিচালক আব্দুস ছাত্তার, কোষ্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার ল্যাফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, নৌ পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক কর্মকর্তা শামছুল আলম পাটওয়ারী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ সারাবিশ্বে চাঁদপুরকে পরিচিত করেছে। তাই আমরা চাইবো ইলিশের উৎপাদন কোনভাবেই যেন বাঁধাগ্রস্থ না হয়। সেজন্য আমাদের যার যার নিজ দায়িত্ববোধ থেকে ইলিশ সম্পদের উন্নয়নে কাজ করতে হবে।

তিনি বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মা ইলিশ এবং জাটকরা রক্ষায় জেলেদের পাশাপাশি সকল শ্রেণীপেশার মানুষকে সচেতন থাকতে হবে। যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগীতা করতে হবে। ইলিশ সম্পদের উন্নয়নে আমরা সকলের সহযোগিতা চাই।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। এছাড়াও অনুষ্ঠানে ‘ইলিশের বাড়ী চাঁদপুর’ নামে স্বরচিত কবিতাটি পাঠ করেন ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়া।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, জেলা কিন্ট্রিফিশিং বোর্ট মালিক সমিতির সভাপতি শাহআলম মল্লিক প্রমূখ।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *