চাঁদপুরে ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক – এর খবর পাওয়া গেছে। গত ২৮ মার্চ সোমবার রাতে চাঁদপুর জেলা ডিবি পুলিশের অফিস থেকে এ তথ্য জানিয়েছে।
বর্তমান আইজিপি মহোদয়ের মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসারে চাঁদপুর জেলাকে শতভাগ মাদকমুক্ত করাকে তিনি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)।
ডিবি পুলিশ সুত্রে জানায়, গত ২৮ মার্চ সোমবার ৪টা ৩০ মিনিটের সময় জেলা ডিবি পুলিশের এস, আই, মোঃ আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে চাঁদপুর মতলব দক্ষিণ থানাধীন আশিনপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৩৭) পিতা-মৃত আলী আকবর, গ্রাম ছয়ঘরিয়া উত্তর পাড়া, জালাল হোসেন (২১) পিতা মৃত আবু তাহের, গ্রাম, মহারং, উবয় থানা চান্দিনা জেলা কুমিল্লা কে ৫০০পিস ইয়াবা আটক করেন। আটককৃত বিরুদ্ধে মতলব দক্ষিন থানার মামলা দায়ের প্রকৃয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *