চাঁদপুরে গণমানুষের আনন্দ শোভাযাত্রা

আশিক বিন রহিম চাঁদপুরের কৃতি সন্তান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৫ম বারের মতো যুগ্ম-সাধারণ সম্পাদক এবং দলের জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্য পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছে চাঁদপুরের সর্বস্তরের জনগণ।
গতকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রাটি বের করা হয়। আনন্দ শোভাযাত্রায় শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ব্যাবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রাপূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা মাসুদা নুর খান, পৌর আওয়ামী লীগের সভাপতি রাঁধা গোবিন্দ গোঁপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, জেলা মৎস্যজীবি লীগের সহ সভাপতি শাহ আলম মল্লিক প্রমুখ।
আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এসএম সালাউদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তপন সরকার, চাঁদপুর পৌরসভার প্যাডেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, প্যানেল মেয়র ও জেলা স্বেচ্ছাসেক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *