চাঁদপুরে জেলে নৌকায় উঠিয়ে দিলো লঞ্চ : নিহত ১

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদরের হরিনায় মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি জেলে নৌকার ওপর উঠিয়ে দিলে নৌকা ডুবে ১ জেলের প্রাণহানি ও ২ জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে।

রোববার রাতে নদীতে জেলেরা নৌকা দিয়ে মাছ ধরা অবস্থায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হরিণা নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, নিহত ও নিঁখোজ জেলেরা চাঁদপুর সদরের ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঈদগাহ বাজারের বাসিন্দা। এ ঘটনায় নিহত জেলে ও নিখোঁজ জেলে পরিবারের মধ্যে আহজারি চলছে।

চাঁদপুর হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, ঘন কুয়াশার কারনে এ দূর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা খবর পেয়ে জয়নাল মোল্লার ছেলে জলিল(১৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছি। এছাড়াও গফুর বেপারীর ছেলে ফারুক(২০) জীবিত উদ্ধার হলেও মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ(১৭) ও নুরুজ্জামান শেখের ছেলে মোক্তার(১৮) নামে ২ জেলে নিঁখোজ রয়েছে। তবে নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতা ও আইনী কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান বলেন, আমি খবরটি থানা ও নৌ পুলিশকে জানিয়েছি। এদিকে,ঘাতক লঞ্চের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *