চাঁদপুরে নৌ পুলিশ অভিযানে ৪৪০০ কেজি জাটকাসহ আটক ২

চাঁদপুরে নৌ পুলিশ অভিযানে ৪৪০০ কেজি জাটকাসহ আটক ২
চাঁদপুরে নৌ পুলিশ অভিযানে ৪৪০০ কেজি জাটকাসহ আটক ২

চাঁদপুর সময় রিপোট-চাঁদপুরে নৌ থানা পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪৪০০ কেজি জাটকা মাছসহ লঞ্চের সুপারভাইজার ও কেরানিকে আটক করেছে নৌ পুলিশ। ১৬ ফেব্রূযারি
মঙ্গলবার ভোরে চাঁদপুর নৌ থানার ইনচার্জ মোঃ জহিরুলের নেতৃত্বে এস আই বজলুর রহমান অভিযান চালিয়ে জামাল ২ ও এডভেঞ্চার ১১ লঞ্চ থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ করে।

লঞ্চে জাটকা মাছ পরিবহনের অপরাধে জামাল ২ লঞ্চ থেকে ২৮০০ কেজি জাটকা ইলিশসহ লঞ্চের সুপারভাইজার ফরিদ (৫২) ও মাল কেরানি সরোয়ার আলম (৪৫)কে আটক করে নৌ পুলিশ।
এডভেঞ্চার ১১ লঞ্চ থেকে ১৬শ কেজি জাটকা মাছ জব্দ করলেও লঞ্চের কেরানি ও মাছের মালিক পালিয়ে যায়।

নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, ভোলা বরিশাল থেকে জাটকা ইলিশ লঞ্চ যোগে ঢাকায় নিয়ে বিক্রি করে।এ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুটি লঞ্চে অভিযান চালিয়ে ৪৪০০ কেজি জাটকা মাছ সহ দুজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে
জাটকা নিধন বন্ধে আমাদের নৌ পুলিশ বদ্ধপরিকর। এর সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।
যাত্রীবাহী লঞ্চে নৌ-পুলিশের এই অভিযান সর্বদা অব্যাহত থাকবে নদীতে।
এদিকে জাটকা ইলিশ মাছ গুলো নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হেলাল ও মৎস্য মোঃ মাহবুবুর রহমানসহ কর্মকর্তার উপস্থিতিতে মাদ্রাসয়ার এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *