চাঁদপুরে বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা

যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের সভাপ্রধানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সন্মোলন কক্ষে অনুষ্টিত সভায় জেলা প্রশাসনসহ জেলা পর্যায়ের গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে যথাযোগ্য মর্যদায় তা পালনের জন্য দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।

স্বাধীনতার সুবর্ণাজয়ন্তীতে বিশেষ তাৎপর্যপূর্ণভাবে সম্মানের সাথে দিবসটি পালনের জন্য জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ সকলকে অনুরোধ জানান। দিবসের প্রথম প্রহরে সূর্য্যেদয়ের সাথে সাথে তোপধ্বনি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহন, ডিসপ্লে পরিদর্শন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ বদরুন নাহার চৌধুরী, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, বর্তমান সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীসহ জেলা প্রশাসকের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এর পূর্বে আগামী ১৪ ডিসেম্বর যথা যোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপনের লক্ষ্যে বিশেষ কর্মসূচী গ্রহন করা হয়। সভায় বিগত দিনের কার্যসূচী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন।

স্টাফ রিপোটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *