চাঁদপুরে মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

এস আর শাহ আলম

প্রতি বছরের মত এবারও দেশ্যপি হিন্দু সম্প্রদায়ের শ্বারদীয় দ্গূা উৎসব শুরু হয়েছে রোববার থেকে। সেই সুবাদে চাঁদপুর জেলাজুরে শান্তিপূর্ণ ভাবে সম্প্রদায়ের উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল রোববার চাঁদপুর জেলার পূজা মন্ডপগুলি পরিদর্শন করেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম ও সহধর্মিণী এবং নারি কল্যাণ সমিতির সভানেত্রী। সে সময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়,

 

চাঁদপুরে

 

পূজা উদযাপন জেলা কমিটির তমাল কুমার ষোঘ, ও অজয় ভৈমিক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দিন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ।

পুলিশ সুপার রাঁত আট টার সময় য়হরের গোপাল জিউর আখড়া সহ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন । তার আগে তিনি মতলব উত্তর পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে এস পি বলেন, আজ হিন্দু সম্প্রদায়ের উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমাদের আইনসৃংখ্যলা বাহিনী কঠোর নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। একই সাথে প্রতিটি পূজা মন্ডপ গুলিতে সিসি ক্যমেরার আওতায়

রয়েছে। আমি মনে করি এই সমপ্রদায়িক উৎসবে কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না। আমরা সেই দিকে অনেক সচেষ্ট রয়েছি এবং মন্ডপ কমিটির কর্মকর্তারা আমাদের সাথে সব সময় যোগাযোগ রেখে

সার্বক্ষণিক সেবা গ্রহণ করে আমাদের সহযোগীতা করছে। আশাকরি শান্তিপূর্ণ ভাবে সম্প্রদায়ের উৎসব শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *