চাঁদপুরে পরিদর্শনে চট্টগ্রাম রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা

 

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ রেলওয়ের বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর-লাকসাম রেলপথ, স্টেশন ভবন, রেলওয়ের ব্রীজসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনা পরিদর্শন করেছেন গভর্মেন্ট ইনিস্পেকশন অব বাংলাদেশ রেলওয়ের

(জিআইবিআর) পার্থ সরকার এর নেতৃত্বে চট্রগ্রাম রেলওয়ের সকল পর্যায়ের বিভাগীয় উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার (৬অক্টোবর) সকাল ৯টায় লাকসাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে পরিদর্শন শুরু করেন। পথিমধ্যে তিনি চিতশী রোড, শাহারাস্তি, মেহের, হাজীগঞ্জ, মধুরোড,শাহাতলী, চাঁদপুর কোর্টস্টেশন ও চাঁদপুর

স্টেশনসহ গুরুত্বপূর্ন স্টেশন সমূহ, রেলপথ, রেলওয়ের ব্রীজ সমূহসহ বিভিন্ন রেলওয়ের স্থাপনা পরিদর্শন করেন।

পার্থ সরকার চাঁদপুর আসলে তাঁকে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ চাঁদপুর শাখার পক্ষ থেকে সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: ওহিদুল ইসলাম ও হেডটিএক্যআর জাকির হোসেনসহ

অন্যান্য নেতাকর্মীরা ফুলেল শুচ্ছো জানান।

তিনি রেলওয়ের একটি স্পেশাল ট্রেন পরিদর্শন কার, সাথে ৫টি মটর ট্রলিযোগে চাঁদপুরে আসেন এবং চট্রগ্রাম বিভাগীয় রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে রেলওয়ের বড় স্টেশন মোলহেডটিও পরিদর্শন

করেন।

তিনি চাঁদপুর এসে অবস্থান নিলে চাঁদপুর স্টেশনের পক্ষ থেকে চাঁদপুর-লাকসামসহ দেশের বিভিন্ন রেলপথে ট্রেন ভাড়ানোর জন্য দাবী জানানো হয়। এ সময় বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ চাঁদপুর শাখার পক্ষ থেকে সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: ওহিদুল ইসলাম ও হেডটিএক্যআর জাকির হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা চাঁদপুর রেলওয়ে এলাকায় গভীর নলকুপ স্থাপন, ট্রেন যাত্রীদের জন্য বিশুদ্ধ

পানির ব্যবস্থা, রেলওয়ে কর্মচারীদের বাসস্থান (কোয়াটার) মেরামতসহ বিভিন্ন দাবী লিখিত উপস্থাপন করেন।

এ সময় পার্থ সরকার সকল দাবী শুনে এসব ব্যাপারে অচিরেই ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি চাঁদপুুরের ওয়াসফিট পরিদর্শন শেষে আরো জানান, চাঁদপুরে দীর্ঘ বছর দরে অকেজো হয়ে পড়ে

থাকা রেলওয়ে ওয়াসফিটটি দ্রুত চালু করবেন বলে আশ্বাস দিয়ে যান।

পরিদর্শন কালে জিআইবিআর এর সাথে ছিলেন, চট্রগ্রাম বিভাগীয় প্রকৌশলী (ডিএন-১) আবু হানিফ, বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) তারেক মোহাম্মদ ইসরাত, বিভাগীয় সংকেত ও টেলিযোগাগ প্রকৌশলী তন্ময়

পাটওয়ারী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো: জাহিদ হাসান, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) সজিব হাসান নিধর, রেলওয়ে বিভাগীয় কমান্ডেন্ট (আরএনবি) সত্যজিৎ দাস, সহকারি নির্বাহী প্রকৌশলী

মোঃ মোরসালিন, চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুরাদ উল্লাহ্ বাহার, চাঁদপুর স্টেশন মাস্টার শোয়েবুল শিকদার, এসএসএই (ওয়ে) লাকসাম মোঃ লিয়াকত আলী মজুমদার, টিআই লাকসাম

মহিউদ্দিন পাটওয়ারী, এসএসএই (পূর্ত) লাকসাম আতিকুর রহমান আখন্দ, হেড টিএক্সআর জাকির হোসেন, বিদ্যুৎ প্রকৌশলী হারুন-অর-রশিদ, হেড বুকিং মো: আব্দুর সালাম সরকার ও নিরাপত্তা ইনচার্জ মো:

খোরশেদ আলম।

পার্থ সরকার চাঁদপুরস্থ রেলওয়ে অফিসার রেস্ট হাউজে মধ্যহ্নভোজ শেষে স্টেশন ভবন, ওযাসফিট, বিদ্যুৎ অফিস, যাত্রীদের বিশ্রামাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনা পরিদর্শন করে চাঁদপুর ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *