চাঁদপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাশ শেডে চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) মহোদয়ের সভাপতিত্বে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা রবিবার (১৫ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।

সভায় ২০২২ সালের ডিসেম্বর মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপার এর নিকট হতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তারা হলেন-ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ জোবাইর সৈয়দ। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম। শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মিছবাহুল আলম চৌধুরী। শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম।

জেলায় ডিসেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
থানায় কর্মরত এসআই (নিঃ)দের মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ শাহরিন হোসেন, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই(নিঃ) সাইফুর রহমান, জেলার মধ্যে ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার এসআই (নিঃ) ফরিদগঞ্জ থানার মোঃ নুরুল ইসলাম, সদর ট্রাফিক সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী টিআই কামরুল হাসান পিপিএম।
পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মাসিক কল্যাণ সভার উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দেসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *