চাঁদপুর নৌ পুলিশের অভিযানে মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার পৃথক দুটি অভিযানে ১৫ কেজি গাঁজা ১ বোতল মদ, ৪ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক বিক্রেতাকে আটক করেছে চাঁদপুরের নৌ পুলিশ। আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। ৪ এপ্রিল সোমবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর লঞ্চঘাট ৩নং পন্টুনে অভিযান চালিয়ে ২ কেজি ৯শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে নৌ পুলিশ।
আটক মাদক বিক্রেতা কুমিল্লা বুড়িচং এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (১৯)। সে মাদকগুলো বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ক্রয় করে বোগদাদ বাসে চড়ে চাঁদপুর আসে। পরে সে চাঁদপুর লঞ্চঘাটে বসে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের এসআাই বাবুল বালা তাকে আটক করে।
জানা যায়, মাদকগুলো বরিশাল নিয়ে যাচ্ছিলো। এছাড়াও ৫ এপ্রিল মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় লঞ্চ টার্মিনাল দ্বিতীয় পন্টুন থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৩কেজি গাঁজা, ১ বোতল (হুইস্কি) মদ, ৪ বোতল ফেন্সিডিল একটি ব্যাগে রাখা অবস্থায় জব্দ করা হয়। নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে এসআই বাবুল বালা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকগুলো জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *