চাঁদপুর মডেল থানার ওসির মায়ের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ এর মাতা তাজিয়া বেগম (৭০) এর নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় লক্ষ্মীপুর জেলার সাকচর ইউনিয়নের সাকচর গ্রামের নিজ বাড়ীতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মাওলানা মো. আব্দুর রহিম।

জানাযা পূর্বে বক্তব্য রাখেন স্থানীয় মাষ্টার হারুনুর রশিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান।

জানাযা নামাজে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, অনলাইন নিউজ পোর্টাল ‘ফোকাস মোহনা.কম’ এর চীফ রিপোর্টার মো. বাবু আলমসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহন করেন।

দাফন শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে মরহুমার আত্মীয় স্বজন ও স্থানীয় মুসল্লীগণ অংশগ্রহন করেন।

সোমবার (১৬ জানুয়ারি) তাজিয়া বেগম বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *