চাঁদপুর লঞ্চঘাটে ড্রেজিং শুরু

আশিক বিন রহিম চাঁদপুরে লঞ্চঘাটে নদীর গভীরতা কমে যাওয়ায় দীর্ঘদিন ধরে মাটির কারনে লঞ্চ ভিড়তে বিঘ্নতা দেখা দিয়েছিলো। এতে করে সেখানে জরুরী ভিত্তিতে ড্রেজিংয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। অবশেষে লঞ্চঘাটের নদীতীরের ৩শ ফিট ড্রেজিং কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ চাঁদপুরে লঞ্চঘাটে কাজের উদ্বোধন করে।

এসময় বরিশাল ড্রেইজিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক, চাঁদপুর বন্দর কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম, যুগ্ম পরিচালক মোঃ মাহমুদুল হাসান থানদার, চাঁদপুর নৌ থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম, বরিশাল ড্রেইজিং ডিভিশনের মোহাম্মদ হোসেন, বিআইডব্লিউটি এর টিআই শাহ আলম, সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর বন্দর কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম জানায়, চাঁদপুর লঞ্চঘাটে ড্রেজিং এর পর মাটির কারনে লঞ্চ ভিড়তে আর সমস্যা হবে না।

বরিশাল ড্রেইজিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক, বর্তমানে ড্রেজিং স্থানে ৪ হাজার ঘনমিটার মাটি রয়েছে। শুষ্ক মৌসুমে ড্রেজিং এর পর চাঁদপুর লঞ্চঘাটে সর্বনিন্ম ৮ ফিট পানি থাকবে। বর্তমানে ২ ফিট পানি রয়েছে। ড্রেজিং এর মাধ্যমে ৬ ফিট মাটি কাটা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *