চাঁদপুর-শরীয়তপুর ফেরী পারাপারে ফেরী সঙ্কটের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। বর্তমানে এই রুট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নির্ভরযোগতায় রূপ নিয়েছে। যানবাহনের সংখ্যা বাড়লেও বাড়ানো হচ্ছে না ফেরির সংখ্যা। যার কারণে পারাপারের অপেক্ষায় থাকতে হচ্ছে অসংখ্যা যানবাহনকে। এতে পচনশীল পন্যবাহী পরিবহনের অবস্থা সঙ্কটাপন্ন হয়ে উঠে। এতে অতিরিক্ত অর্থের বিনিময়ে কিছুটা লাঘবের চেষ্টা চালায় পরিবহন ড্রাইভাররা। তাই সবার দাবী এই রুটে ফেরীর সংখ্যা বাড়ানো হোক। ছবি- চাঁদপুর সময়