চাঁদপুর ঢালির ঘাট  মইনীয়া খানকা শরীফে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্ট

 

চাঁদপুর শহরের ৫ নংওয়ার্ড ঢালির ঘাট এলাকায় মাইজ ভান্ডার দরবার শরীফের আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া খানকা শরীফে হযরত শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল-হাসানি আল-হুসাইন ও বাংলাদেশ সুপ্রিম পাটির প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল-হাসানি আল-হুসাইন এর স্বরনে  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়|

প্রতিমাসের ৪ তারিখে ন্যায় মাইজভান্ডার দরবার শরীফের ৩০ তম ও ৩১ তম আওলাদে রাসুল হযরত শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল-হাসানি আল-হুসাইন ও  হযরত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল-হাসানি আল-হুসাইনকে স্বরন করে গত ৪ অক্টোবর মঙ্গলবার বাদ এশার পর মইনীয়া খানকা শরীফে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তরীকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটির  সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান চিশতি চাঁদপুরী। এ সময় তিনি বলেন এ মাস হচ্ছে পবিত্র  ঈদে মিলাদুন নবীর মাস জুশনে জুলুশের মাস ১২ রবিউল আউয়াল বিশ্ব নবী হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে আমরা মিলাদ মাহফিল ও জুশনে জুলুশে রেলি করে থাকি আপনেরা

ঢাকায় যাবেন সেখানে রেলিতে অংশগ্রহণ করবেন আর ৮ তারিখে চাঁদপুরে  আহলে সুন্নাত ওয়াল জামাআত এর আয়োজনে বিশাল রেলি হবে আপনারা অংশ গ্রহন করবেন। উক্ত অনুষ্ঠান আয়োজন ও দায়িত্বে

ছিলেন খলিফা আব্দুল হালিম মুন্সি এ সময় উপস্থিত ছিলেন মইনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোহাম্মদ এরশাদ খান ও চাঁদপুর আহলে সুন্নাত ওয়াল জামাআত সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন

কবির চাঁদপুর রহমানিয়া দরবার শরীফের ভক্ত মোঃ নাজির হোসেন পাটওয়ারী,মাইজভান্ডারের ভক্ত মোঃ সিরাজুল ইসলাম ও মইনীয়া ভক্ত মোঃ কবির হোসেন গাজী, খানকা কমিটির সহসভাপতি মোঃ সিরাজ ঢালী,

সাধারণ সম্পাদক মোঃ আলমগীর পাট ওয়ারী,বাংলাদেশ সরকারি কার্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম গাজী, খানকার খাদেম আঃ ছাত্তার গাজী, কুমিল্লা তাজু শাহ এর ভক্ত মোঃ মাসুদ

হাওলাদার, মাইজভান্ডারের ভক্ত মোঃ জাকির হোসেন বেপারী, মামা স্বপন শাহ, সহ মইনীয়া ভক্ত ও বিভিন্ন তরীকতের ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। পারে সারা রাত চলে সামা মাহফিল এর পর তাবারক বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *