চিকিৎসাধীন অবস্থায় দৈনিক চাঁদপুর দিগন্ত সম্পাদক আটক

স্টাফ রিপোর্টার চাঁদপুর জেলার সিনিয়র সাংবাদিক এবং সৎ সাংবাদিকতার প্রতীক, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশ, চাঁদপুর জজকোটের সিনিয়র আইনজীবী ও চাঁদপুর প্রেসক্লাবের কার্যনিবার্হী নির্বাহী সদস্য এড. মোঃ শাহজাহান মিয়াকে চোখ আপারেশনের পর বাসায় বিশ্রাম চিকিৎসা চলা আবস্থায় গতকাল মঙ্গলবার বিকেল নিজ বাসা উ: শ্রীরামদী পুরানবাজার থেকে আটক করেছেন মডেল থানা পুলিশ সদস্যরা। কোন কারণ ছাড়া আটকে তার পরিবার থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।

বিভিন্ন রোগে আক্রান্ত এড: শাহজাহান মিয়াকে দ্রুত মুক্তির জন্য আবেদন পরিবারের সদস্যদের।

তিনি গত সপ্তাহে চাঁদপুর মাজহারুল হক চোখু হাসপাতাল থেকে চোখের ছানি অপারোশন করেছেন। এবং দীর্ঘদিন বুকের ব্যাথাসহ বিভিন্ন রোগে ভোগছেন।

তিনি চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী, চাঁদপুর প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য তিনি বাসায় চিকিৎসাধীন থেকে আটক করেছেন জানান পরিবারের সদস্যরা।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, শাহজাহান মিয়া এ মামলার এজহারভুক্ত আসামি। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। তাকে আদালতে পাঠানো হবে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *