নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারায় লিপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী
মোঃ জাহাঙ্গীর আলম
হাইমচরে ১নং গাজীপুর ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাবিবুর রহমান গাজীর বিরুদ্ধে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ ও সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন সবুজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন শাহাদাত হোসেন সবুজ বলেন, আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ১নং গাজীপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোটরসাইকেল প্রতিকে আমি একজন চেয়ারম্যান প্রার্থী। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতিকে হাবিবুর রহমান গাজী। তিনি বয়সে আমার বাবা তুল্য। বিগত দিনে তাকে সম্মান করে আসছি। ভবিষ্যতেও সম্মানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
নির্বাচনে আমি তাঁকে প্রতিপক্ষ ভাবলেও তিনি আমাকে শত্রুর চোখে দেখে। যার বহিঃপ্রকাশ আজ ঘটেছে। আমার চাচা খোকন পেদা আমার নির্বাচনী প্রচারনা করার সময় হাবু গাজীর ছেলে আবু তাহের, আক্তার ও
হত্যা মামলার আসামি তার ভাগিনা আলমগীর ঢালী সহ বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার চাচাকে হুমকি দিয়ে বলেন, নির্বাচনের দিন কেন্দ্রে যদি দেখি তবে হাতে অস্ত্র দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিবো। বিগত
দিনের নির্বাচনের মতই এবারও আমাদের প্রার্থীর লোকজন ছাড়া অন্য কোনো প্রার্থীর লোকজনকে কেন্দ্রে আসতে দিবো না।
তিনি আরও বলেন, হাবিবুর রহমান গাজী ও তার দলবল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষে মোটরসাইকেল সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। হাবু গাজী ও তার ছেলেরাসহ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে
ভোটারদের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্য তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছেন। তার সমর্থকরা ভোটারদেরকে বলেন, ইভিএম নির্বাচনে টিপসই দেওয়ার পর তাদের নিজস্ব মার্কার ভোট নিশ্চিত করবে। অথবা তাদের
সামনেই নৌকা প্রতিকে ভোট প্রদান করতে হবে। মোটরসাইকেলের ভোটারদের কোনোভাবেই ভোট কেন্দ্রে প্রবেশ করতে দিবেনা। এতে ভোটারদের কাছে নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে।
প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবো। ভোটার ব্যতীত বহিরাগতদের কেন্দ্রে প্রবেশাধিকার দেওয়া হবে না। অথচ নির্বাচনের ৩দিন আগেই বহিরাগত সন্ত্রাসী বাহিনী চর দখল
করে রেখেছে। আমাদের লোকজনকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছে। আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের
কার্যকর প্রদক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সহ-সভাপতি জি এম জহির, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসাইন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম সহ প্রেসক্লাব সদস্য ও সাংবাদিকবৃন্দ।