চান্দ্রা বাজারে দুই ছিনতাইকারী আটক

 

এস আর শাহ আলম

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন এর চান্দ্রা বাজারে দুই ছিনতাইকারী আটক হয়েছে, বুধবার দুপুর সারে বারোটার সময় ছিনতাই কারির কবলে পড়েছেন ফরিদগঞ্জের এক নারী সহ এক ছেলে, সরজমিন ঘটনার বিবরণে জানা যায় ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের শেখ বাড়ির মুকতার শেখের মেয়ে সুমাইয়া ১৮ তার আপন ফুফাত ভাই রায়হান ১৮ পিতা সামসুল হক মিলে একই এলাকার একই বাড়ির সি এনজি চালক মোঃ শাকিল ১৮ পিতা মোঃ শাহাদাত হোসেন, এর সি এনজি করে হাঁসা থেকে চান্দ্রা বাজার সংলগ্ন নগর রাস্তা এলাকায় সিএনজি চালিয়ে যাওয়ার সময় চালকের প্রকৃতিক ডাক দিলে চালক গাড়ি সাইট করে প্রশাব করতে গেলে, চান্দ্রা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মদনা এলাকার ১ নং রাশেদ (৩০) পিতা দেলোয়ার ঢ়াড়ি, (২) মোঃ জাকির জমদার (২২) পিতা শিরাজ জমদার, (৩) মোঃ রাকিব হোসেন (২২) পিতা টেলু ঢ়াড়ি সর্ব সাং মদনা।
এরা সুমাইয়া ও তার ফুফাত ভাইকে গাড়ি থেকে নামিয়ে নানাহ প্রশ্ন করে ভয় বৃতি দেখিয়ে পুলিশের ভয় দেখিয়ে মার দর করে একটি মোবাইল ফোন নগত ১ হাজার টাকা ও মেয়ের ৪ আানা ওজনের একজোরা স্বর্নের কানের ধুল জোর করে হাতিয়ে নেয়, মেয়েটি বাধা প্রধান করলে ছিনতাইকারীরা তাকে থাপ্পর দেয় বলে সে জানায়, এক পর্যায় তাদের সুপারি বাগানের ভিতরে নিয়ে গেলে তাৎক্ষণিক তারা ডাক চিৎকার দিলে আস পাশের মানুষ জরো হলে, ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ ছিনতাইকারীদের আটকে রেখে ইউপি চেয়ারম্যান কে অবগত করলে গ্রাম পুলিশ গিয়ে ছেলে ও মেয়েটি সহ দুইজন ছিনতাই কারিকে ইউপি অফিসে নিয়ে আসে, পরে ইউপি চেয়ারম্যান খান জাহান আলি কালু পাটোয়ারী বিষয়টি জেনে আটক কৃত জাকির ও রাকিব এর অভিভাবকদের খবর পাঠায়, একই ভাবে পালিয়ে যাওয়া মূল হোতা রাশেদ কে ধরতে গ্রাম পুলিশ সহ ইউনিয়ন যুবলীগ ও ছাএলীগ খুজে বেরায়, কোথায় না পেলে রাশেদ এর পিতাকে খবর পাঠায়, একই সময় মেয়েটির অভিভাবক দের খবর দিলে তারা এসে হাজির হয়ে মিমাংসা করার কথা বলেন, তাদের কথামত ইউপি চেয়ারম্যান কালু পাটোয়ারী ও যুবলীগের আলমগীর হোসেন, সালাউদ্দিন বাবু ও ছাএলীগের রাজু সহ উপস্থিত মেম।বারগন সহ, ছিনতাই কৃত মোবাইল ফোন উদ্দার করলেও, স্বর্নের অলংকার এর কথা ছিনতাই কারিরা অশ্বিকার করেন, অশংখ্য সাংবাদিকদের উপস্থিতিতে দীর্ঘ তিন ঘন্টা চেষ্টা করেও রাশেদ কে খুজে পাওয়া দূরের কথা তাদের কাছ থেকে কানের ধুল পাওয়া যায়নি, পরে চাঁদপুর সদর মডেল থানার এস আই মফিজুল পুলিশ ফোর্স নিয়ে ইউনিয়ন পরিষদের উপস্থিত হয়ে বিষয়টি জেনে আটককৃতদের চাপ প্রয়োগ করলে ছিনতাই কৃত কানের ধুল ফেরত পাওয়া যায়।।
পরে ভোক্তভোগী মেয়েটির অভিযোগ আমলে এনে মেয়েটির কানের ধুল তার হাতে ফিরিয়ে দিয়ে অভিভাবকদের কাছে ছেলে মেয়েকে উঠিয়ে দেন পুলিশ, পরে আটককৃত দুইজন কে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসেন।
এদিকে এলাকাবাসী সুএে জানা যায় এরা এই এলাকায় আরো এমন ঘটনা ঘটিয়েছে, এরা মাদকোর সাথে জরিত যার কারনে নিরহ মানুষের টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনতাই করে থাকে, এলাকাবাসী আরো বলেন আজ ইউনিয়ন যুবলীগ ও ছাএলীগ এর সততার কারনে একটি মেয়ের ছিনতাই হওয়া মালামাল ফিরে পেলো এবং তাদের কঠোরতার কারনে আজ অপরাধীরা আইনের আওতায় আনা হলো, তাই ইউনিয়ন নেতৃবৃন্দু দের অনেক ধন্যবাদ জানান ভোক্তভুগি পরিবার। এই রিপোট লেখা পর্যন্ত মামলার বিষয়ে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *