কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলছে। একবার যে পণ্যের দাম বাড়ে, তা আর কমে না। সরকারি বিভিন্ন সংস্থা এ ব্যাপারে কাজ করলেও তা তেমন কার্যকর ভূমিকা না রাখায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নামে একটি সংস্থা রয়েছে। কিন্তু তাদের কার্যক্রমও তেমন লক্ষণীয় নয়। ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য এটি প্রতিষ্ঠিত হলেও বাস্তবে তারা ভোক্তাদের অধিকার সংরক্ষণ কতটুকু করছেন, তা সর্বসাধারণের বিচার্য।
আমরা মনে করি, অবিলম্বে জনস্বার্থে সরকারকে বাজারব্যবস্থা মনিটর করতে এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, এ বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে।