জনহীতকর কাজে দ্রুত এগিয়ে আসা উচিৎ

মানুষের কল্যাণের সব। সরকারের সকল প্রচেষ্টা মানব কল্যাণেই হয়ে থাকে। এ জন্য বিভিন্ন দপ্ত-অধিদপ্তরের মাধ্যমে মানুষের দোড়গোড়ায় সেবা পৌছে দেয়ার জন্য সরকারের উদ্যোগের কোন কমতি থাকে না। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর কাজগুলো সঠিকভাবে করছে কি সেটা দেখার দায়িত্ব কার? কারণ এমন অনেক জনহীতকর বিষয় রয়েছে যেগুলো করার জন্য সাধারণ মানুষ রাস্তায় মেনে দীর্ঘ দিন দাবি জানিয়ে আসলেও এর কোন সমাধান হয় না।

সম্প্রতি চাঁদপুর জেলার ছৈংগারচর পৌরসভার সড়কের মাঝখানে দীর্ঘ দিন যাবৎ একটি বৈদ্যুতিক খুঁটি সরানোর দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। কিন্তু এর কোন সুহারা করছে না সংশ্লিষ্ট কেউ। সড়ক বর্ধিত করার সাথে ধীরে ধীরে বৈদ্যুতিক খুঁটি রাস্তার মাঝখানে চলে আসে। এমনটা অস্বাভাবিক কিছু নয়। আমরা চাঁদপুর জেলার হাইমচর উপজেলার একটি বৈদ্যুতিক খুঁটি এভাবে রাস্তার মাঝখানে চলে আসতে দেখেছি। মূলতঃ এসব খুঁটি সরানো কোন সমস্যা নয়।

বরং এটা সংশ্লিষ্ট বিভাগের গাফিলতির কারণেই সড়ক থেকে সরছে না খুঁটিটি। সদিচ্ছা থাকলে রাস্তার পাশে সরিয়ে নেয়া কোন ব্যাপারই নয়। আমরা দেখেছি এমন অনেক খুঁটি পাবলিক প্লেসে ঘন্টার ব্যাবধানে সরিয়ে ফেলা হয়। হয়তো টাকার বিনিময়ে এমনটা করে থাকেন তারা। কিন্তু জনহিতকর প্লেসের খুঁটি সরাতে টাকা দেয়ার কেউ নেই বিধায় খুঁটিটি সরবে না এটা খুবই দুঃখজনক।

তবে যদি তাহাই একমাত্র রেওয়াজ হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট এলাকাবাসীকে বলে দিলেইতো তারা চাঁদা তোলে খুঁটিটি সরানোর ব্যাবস্থা করতেন। আর যদি এক্ষেত্রে টাকার প্রয়োজন না হয়ে থাকে তাহলে খুঁটিটি সরাতে বাঁধা কোথায়? আমরা এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *